বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬

অস্ফুট আমি

অস্ফুট আমি
নিটোল সাহা
যখনই কিছু বলতে চাই মুখ খুলে,
 তখনই কোন এক অদ্যৃশ্য হাত কন্ঠ চেপে ধরে।
যখনই গান গাইতে চাই পাখির মত ডানা মেলে,
 তখনই শকুন গুলোকে দেখে আমার ভয় করে।
 যখনই ভেঙে ফেলতে চাই শৃঙ্খল বেড়িগুলো,
তখনই আমার হাত কাটা পড়ে।
তবু বসে বসে স্বপ্ন আকিঁ এ কুয়াশাচ্ছন্ন সকালে,
নতুন সূর্য হাসবে কোন এক ভোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন